‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-
দারিদ্র নয়
দারিদ্র কোনো অপরাধ নয়
দরিদ্র ঘরের কোলে জন্ম,
দারিদ্র কোন হতাশা নয়
জীবন পবিত্র কর্মে সম্পূর্ণ।
দুঃসহ জীবন জীবনের জ্বালা
কষ্ট জীবনে সাময়িক অতিথিশালা,
মনে হয় জীবন ব্যর্থ প্রাণ
নির্মম জীবন গায় দুঃখের গান।
জীবনের গান গাও
দারিদ্রকে কর জয়,
ফুটবে মুখে হাসি
যদি কর্মকে ভালোবাসি।
কাঁদিয়া জাগিয়া পলায়ন নয়
অকারণে আঁখি অশ্রুজলে নয়,
গাও আগমনী গানের সানাই
এসো দারিদ্র সরাই।
কর্মে ধোঁয়াশা এনো না
আনো সৃষ্টি সুখের উল্লাস,
আজকে দুঃখ কালকে হাসি
হৃদয়ে জাগুক শিউলির বাতাস।