অমৃতসর থেকে হাওড়াগামী ট্রেনে বিস্ফোরণ, আহত ৪

ডাউন হাওড়া-অমৃতসর মেলের (Howrah Amritsar mail) সাধারণ কামরায় হঠাৎ বিস্ফোরণ। এদিনের এই ঘটনায় ৪ জনের জখম হন।

Must read

ডাউন হাওড়া-অমৃতসর মেলের (Howrah Amritsar mail) সাধারণ কামরায় হঠাৎ বিস্ফোরণ। এদিনের এই ঘটনায় ৪ জনের জখম হন। তাঁদের মধ্যে একজন মহিলাও আছেন। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ শিরহিন্দ স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজি ভরতি এক প্লাস্টিকের থেকেই এমন বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। স্বাভাবিকভাবে রেলের গাফিলতি প্রকাশ্যে এল আরও একবার। যাত্রী নিরাপত্তা নিয়ে রেলের উদাসীনতা বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে কেন্দ্রের ব্যর্থতা।

আরও পড়ুন-অন্য ভারতের স্বপ্ন দেখায় যারা

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর জিন্দ-দিল্লি লোকাল ট্রেনে বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছিলেন। বিস্ফোরণের ফলে কামরার কিছুটা অংশে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দেন। শর্ট সার্কিটের কারণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। সেই ফুলকি বাজিতে পড়তেই এই বিপর্যয়। গত কয়েক মাসে বেশ কয়েকবার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মার্চ মাসে দানাপুর থেকে লোকমান্য তিলক যাওয়ার পথে দানাপুর-এলটিটি স্পেশাল ট্রেনের একটি এসি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। ২০২৩ সালের নভেম্বর মাসে দিল্লি থেকে দ্বারভাঙাগামী এক সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লাগে। আহত হয়েছিলেন ১০ জন যাত্রী। ১০ ঘণ্টার ব্যবধানে আরও একটি যাত্রীবাহী ট্রেনের স্লিপার কোচে আগুন লাগার ঘটনা ঘটে ইটাওয়ারই মৈনপুরী জংশনে। গভীর রাতে নয়াদিল্লি থেকে বিহারগামী ১২৫৫৪ বৈশালী এক্সপ্রেসের এস৬ নং কামরায় আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় আহত হয়েছিলেন ১৯ জন যাত্রী।

Latest article