র‌্যাগিংয়ের অভিযোগ ওড়িশার সরকারি এমকেসিজি মেডিক্যাল কলেজে

বুধবার অ্যান্টি র‌্যাগিং কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে পাঁচ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

এবার র‌্যাগিংয়ের অভিযোগ উঠল ওড়িশার (Orissa) সরকারি এমকেসিজি মেডিক্যাল কলেজে। জুনিয়র ছাত্রকে (Junior doctor) র‌্যাগিংয়ের অভিযোগ উঠল এমবিবিএসের চতুর্থ বর্ষের ৫ জন পড়ুয়ার বিরুদ্ধে। আপাতত তাদের হস্টেল থেকে বহিষ্কার করল কর্তৃপক্ষ। বুধবার অ্যান্টি র‌্যাগিং কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে পাঁচ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে প্রকাশ্যে মহিলাকে যৌ.নাঙ্গ দেখানোর অভিযোগ কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধে

ইতিমধ্যেই র‌্যাগিংয়ের অভিযোগে ৫ ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ছাত্রদের বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার পুলিশ ওই ছাত্রদের বয়ান রেকর্ড করেছে। এমবিবিএসের দ্বিতীয় বর্ষের একজনকে ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে চতুর্থ বর্ষের ওই পড়ুয়াদের বিরুদ্ধে। নির্যাতিত ছাত্র এই ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায়। ছাত্রের পরিবার ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের (এনএমসি) কাছে র‌্যাগিংয়ের আরও তিনটি অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন-ওড়িশায় কুয়াশাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনা, মৃত ৭, আহত ৫

নির্দেশ পেয়ে মেডিক্যাল কলেজের অ্যান্টি-র‌্যাগিং কমিটি সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে। অভ্যন্তরীণ তদন্ত করে জানতে পারে, প্রকৃতপক্ষেই র‌্যাগিংয়ের শিকার হয়েছেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। কমিটি সব পক্ষকে ডেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। এই বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এমবিবিএস চতুর্থ বর্ষের দুই পড়ুয়াকে ২ মাসের জন্য সাসপেন্ড করেছিল।

Latest article