কলকাতার পর গোটা রাজ্যে চালু করা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম

দক্ষিণ ২৪ পরগনায় এই নতুন ব্যবস্থার পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে সারা রাজ্যে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : কলকাতার (Kolkata) পাঁচ মেডিক্যাল কলেজের পর এবার গোটা রাজ্যে কেন্দ্রীয়ভাবে রোগী রেফার করার ব্যবস্থা বা সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির জন্য রাজ্য সরকার সব জেলার জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে সুস্পষ্ট প্রস্তাব চেয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এই নতুন ব্যবস্থার পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে সারা রাজ্যে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-র‌্যাগিংয়ের অভিযোগ ওড়িশার সরকারি এমকেসিজি মেডিক্যাল কলেজে

নতুন ব্যবস্থা চালু করার আগে জেলার হাসপাতালগুলির পরিকাঠামো ঠেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অর্থ মিশনের টাকা ব্যবহার করে এর পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। জেলা, মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। এইসব হাসপাতালে সর্বক্ষণ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যাতে থাকেন সেজন্য আবাসন তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে দূরবর্তী জেলার কোনও রোগীকে চিকিৎসার জন্য খুব কঠিন পরিস্থিতি ছাড়া সরাসরি কলকাতার কোনও হাসপাতালে রেফার না করা হয়। বরং তাঁদের মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল বা জেলায় থাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে হবে।এ-জন্য জেলার সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি অপারেশন থিয়েটার, হাসপাতালে লিফট, চিকিৎসকদের বিশ্রাম কক্ষ, শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত আলোর সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করতে বলা হয়েছে। এইসব হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসারদের বসার উপযুক্ত রুমের প্রস্তাবও পাঠাতে বলা হয়েছে। রাজ্য সরকার একই সঙ্গে জেলা, মহকুমা হাসপাতাল বা কমিউনিটি হেলথ সেন্টারে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যোজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট না থাকলে তৈরির প্রস্তাবও দিতে বলেছে। এক্ষেত্রে কমিউনিটি হেলথ সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের এ-জন্য নির্দিষ্ট ফর্মা তৈরি করে দেওয়া হয়েছে।

Latest article