মুম্বই, ৩ নভেম্বর : সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। এবার দীর্ঘ ২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেতে হল ভারতকে। রবিবার নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে, মাত্র ১২১ রানেই গুটিয়ে গেল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। নিটফল, ২৫ রানে হার। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দু’ম্যাচের সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে।
আরও পড়ুন-উপনির্বাচনের প্রচার, মাঠেই নেই বিরোধীরা
এবার কিউয়িদের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে লজ্জায় মুখ ঢাকল ভারতীয় ক্রিকেট। সামনেই অস্ট্রেলিয়া সফর। না জানি, সেখানে আরও কত লজ্জা অপেক্ষা করছে! ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ভারতীয় ব্যাটারদের যাবতীয় প্রতিরোধ। রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (১), শুভমন গিল (১), যশস্বী জয়সওয়াল (৫), সরফরাজ খানরা (১) চূড়ান্ত ব্যর্থ। একা কুম্ভের মতো লড়ে গেলেন ঋষভ পন্থ। তিনি ৬৪ রানে আউট হতেই ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়। তবে পন্থের আউট নিয়ে বিতর্ক রয়েছে। আজাজ প্যাটেলের বলে তাঁর ক্যাচ ধরেন টম ব্লান্ডেল। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও, তৃতীয় আম্পায়ার আউটের নির্দেশ দেন। যদিও রিপ্লেতে পন্থের ব্যাটে বল আদৌ লেগেছিল কিনা, সেটা পরিষ্কার বোঝা যায়নি।