মুখ্যমন্ত্রীর দেখানো পথে ১ হাজার পরিবারকে ছটপুজোর উপহার নন্দিতা চৌধুরি ও কৈলাশ মিশ্রর

দক্ষিণ হাওড়া (South Howrah) বিধানসভা এলাকার প্রায় ১ হাজার পরিবারের হাতে ছটপুজোর বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল।

Must read

দক্ষিণ হাওড়া (South Howrah) বিধানসভা এলাকার প্রায় ১ হাজার পরিবারের হাতে ছটপুজোর বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল। রবিবার বিকেলে ধর্মেন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শালিমার এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও হাওড়া সদর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরি, হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়া সদর যুব তৃণমূলের সহ-সভাপতি পূর্ণেণ্দু ঘোষ, ট্রাস্টের সভাপতি দেবানন্দ ঠাকুর সহ আরও অনেকে।

আরও পড়ুন-লজ্জা! দেশেই চুনকাম হলেন রোহিত-বিরাটরা

প্রসঙ্গত, হাওড়ার সদর (Howrah) যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রর উদ্যোগে লিলুয়ায় বেআইনীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রচেষ্টা রুখলেন যুব তৃণমূলের কর্মীরা। কিছুদিন আগেই যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা লিলুয়ার গোশালা এলাকায় জমি দখল করে কারখানা গড়ার চেষ্টা রুখেছিলেন। এবার ওই এলাকায় বেশ কয়েকটি কলকারখানায় সিইএসসির লোকেরা বিদ্যুৎ সংযোগ দিতে যান। খবর পেয়ে, যুব তৃণমূলের কর্মীরা খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে বেআইনীভাবে ওই বিদ্যুৎ সংপোগ দেওয়া বন্ধ করার উদ্যোগ নেয়। সিইএসসির কর্মীদের ফিরিয়ে দেন তাঁরা। বিষয়টি জেলাশাসক ও নগরপালকেও জানানো হয়।

Latest article