দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দেখানো পথে ১ হাজার পরিবারকে ছটপুজোর উপহার নন্দিতা চৌধুরি ও কৈলাশ মিশ্রর

ক্ষুব্ধ আকাশ

আকাশ তোমার মুখ এত গম্ভীর কেন?
তোমার জৌলুস তো স্পষ্টই
ঢেকে গেছে কালো আঁধারে,
আবছা হয়ে যেন সব মেঘ,
অধরা মেঘে ঢেকে গেছে হাসি,
ভয়ে লুকিয়ে পড়েছে চন্দ্র তারাও
ওপর থেকে দেখে ভয় ভয় ভাবাচ্ছে,
তোমার চোখে এত অশ্রুনদী কেন?
কোথায় গেল তোমার রামধনু?
অথবা নানান রঙের নানান খেলা?
তোমার মেঘের ঘরবাড়িগুলো কোথায়?
কোথায় গেল তোমার সাজানো বাগান
সারি সারি উড়ে আসা মেঘ
কোথায় গেল হারিয়ে?
তোমার সুন্দর রূপ কেন নেই?
কেন হচ্ছো না উচ্ছ্বসিত?
অথবা উল্কাবেগে উল্লসিত?
এত কেন তোমার পুঞ্জীভূত ক্ষোভ
অথবা ভয়ঙ্কর মূর্তি?
তবে তোমার ওপরেও চলছে দূষণ?
তাই তুমি এত ক্ষুব্ধ,
এত শব্দদূষণ, এত আকাশদূষণ
যা না পারছ বলতে অথবা সামলাতে
তাই তোমার বিদ্বেষ, বিষাক্ত নিশ্বাস,
দুঃখে অভিমানে হারাচ্ছে বিশ্বাস
ঢালছ উজাড় করে আঁখি-জল
গর্জন করছ ধমকানির সুরে
শব্দে-চমকে লাগাচ্ছ বিবাদ
কেড়ে নিচ্ছ অনেক প্রাণ
প্লাবিত করছ মর্ত্য-পাতাল,
ভুলে যাও রাগ, ক্ষমা করে দাও
মাটির পৃথিবীকে,
শান্ত ও আকাশ
শান্ত হও ধরণী
শান্ত হও প্রকৃতি মা।

Latest article