প্রতিবেদন : প্রতি বছরের মতো এ-বছরও ভাইফোঁটার ঘরোয়া অনুষ্ঠান হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের অন্যতম সেরা রাজনীতিবিদ তেমনই আবার দিদিও। এই দিনটা দিদি হিসেবেই ভাইদের কপালে ফোঁটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মঙ্গল কামনা করলেন।
আরও পড়ুন-দিনের কবিতা
রবিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা নিতে যান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সাংসদ ডেরেক ’ও ব্রায়েন, রাজীব বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সমীর চক্রবর্তী, নির্মল মাঝি, শোভন চট্টোপাধ্যায়। এ ছাড়াও গিয়েছিলেন কয়েকজন পুলিশ আধিকারিক ও আমলা। সেই সঙ্গে বাংলার সব ভাইয়ের মঙ্গল কামনা করলেন তাঁদের দিদি। শনিবারই মুখ্যমন্ত্রী ভাইফোঁটা উপলক্ষে নিজের কথায়-সুরে গান লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। সেই গান ২৪ ঘণ্টার মধ্যেই বাংলার মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করে। রবিবার সেই গান কেউ কেউ গুন করে গেয়েছেনও।