প্রতিবেদন : নভেম্বরের শুরু থেকেই শীতের শিরশিরে আমেজ অনুভূত হতে শুরু করেছে। আগামী তিনদিনে কমবে আরও ৪ ডিগ্রি তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদে তেমন কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় অস্বস্তি কমবে। স্থানীয় মেঘের কারণে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের উপরের দিকের জেলাগুলোতে।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে দার্জিলিংয়ে ফের চালু প্যারা গ্লাইডিং
আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে আগামী বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমে যাবে। ৭ ও ৮ নভেম্বর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যাওয়ার পরিস্থিতি বেশি করে টের পাওয়া যাবে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে শীত কবে থেকে পড়তে পারে সে-ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা। উত্তরের জেলাগুলিতেও আগামী দিন কয়েকের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।