সংবাদদাতা, নৈহাটি : বিজয়া সম্মিলনীর পর কালীপুজো পেরিয়ে রবিবার পালিত হল ভাইফোঁটার অনুষ্ঠান। সেই উৎসবকেই জনসংযোগের সোপান করলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। এদিন সকাল থেকে বিভিন্ন ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন। নৈহাটি পুর এলাকায় ৮টি গণভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দিয়ে জনসংযোগ সারেন। নৈহাটির প্রার্থীকে কাছে পেয়ে বোনেরা উচ্ছ্বসিত। ভাইফোঁটার মাধ্যমে তাঁরা সনতের জয়ে আগাম সিলমোহর দিয়ে দেন।
আরও পড়ুন-মমতাময় উদ্যোগের স্বীকৃতি, বাংলা ভাষার ধ্রুপদী গৌরব
তবে শুধু গণভাইফোঁটায় যোগ দিয়েই এদিন ক্ষান্ত হননি প্রার্থী। ভাইফোঁটার পর্ব মিটিয়ে এদিন বিকেলেই নৈহাটির মাঝিপাড়া-নাগদা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন সনৎ। তাঁর এই ডোর টু ডোর প্রচারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কথা বলেন, মহিলা ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গেও। জানতে চান তাঁদের সমস্যার কথা, সমাধানের আশ্বাসও দেন প্রার্থী। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বেজায় খুশি এলাকার মানুষ। এদিন সনৎ দে জানান, তিনি বাড়ি বাড়ি প্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে কর্মিসভাও চলছে। এখনও সাতদিন বাকি প্রচার শেষ হওয়ার। এরপর জনসভাও হবে। এলাকায় রোড শো করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।