খুদের প্রাণ বাঁচালো বাংলার শিশুসাথী প্রকল্প, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে

Must read

খুদের প্রাণ বাঁচালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিশুসাথী (Sishusaathi) প্রকল্প। গুরুতর অসুখে ভুগছিল বর্ধমানের কেতুগ্রামের বছর নয়েকের শিশু মামণি দাস। তাকে বেসরকারি হাসপাতালে রেখে সুস্থ করে তোলার সামর্থ তার বাবা-মায়ের নেই। অবশেষে পথ দেখালো বাংলার প্রকল্প শিশুসাথী (Sishusaathi)।

হার্টে ফুটো। দুটি অলিন্দের মাঝে পর্দা নেই। মামণির মা বৈশাখী দাস জানিয়েছেন, প্রবল শ্বাসকষ্ট ছিল। জ্বর এলে সহজে কমতো না। দিন কয়েকআগে শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে নিয়ে আর জি কর মেডিক‌্যাল কলেজে আসে পরিবারটি। বিভাগীয় প্রধান ডা. রাজর্ষি বসুর অধীনে তাকে ভর্তি করা হয়। কার্ডিও থোরাসিক ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রাজর্ষি বসু জানিয়েছেন, এই হার্টের অসুখ অত‌্যন্ত বিরল। চিকিৎসা পরিভাষায় যার নাম কমন অ‌্যাট্রিয়াম অথবা অ‌্যাট্রিওভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট। ১০ বছরের নিচে যত শিশু হার্টের সমস‌্যায় আক্রান্ত হয় তার মধ্যে এই ধরনের সমস‌্যা দেখা যায় এক শতাংশের মধ্যে।

আরও পড়ুন: বাংলার একাধিক জেলায় জঙ্গি নেটওয়ার্কের ছক JMB-র, সর্তক গোয়েন্দারা

টানা ৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর বিপন্মুক্ত ওই শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, “অস্ত্রোপচার করার পরেই আমরা আবার ইকো করে দেখে নিয়েছি, হার্ট এখন ঠিকমতো কাজ করছে।” মামণির মা বৈশাখীর বলেন, “মেয়ে সুস্থ হয়ে উঠছে, তার জন‌্য চিকিৎসকদের ধন‌্যবাদ। একই অসংখ‌্য ধন‌্যবাদ মুখ‌্যমন্ত্রীকেও।”

Latest article