প্রতিবেদন : ২০১৩ সালে প্রথমবার বাংলা ভাষায় ব্যালট (ballot) ছাপা হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। তখন নির্দিষ্ট ৬০টি নির্বাচনী কেন্দ্রের ব্যালটে বাংলা ভাষা ছাপা হয়। কিন্তু এই বছর থেকে নিউ ইয়র্ক শহরের ব্যালটেও রাখা হল এশিয়ার ভাষা। আর সেখানেই স্থান পেল বাংলা ভাষা। মঙ্গলবার ছিল মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচনের মূল পর্ব। সেখানেই ব্যালটে ইংরেজি বুঝে ভোট দিতে সমস্যা হলে এবার বাংলা ভাষায় নির্দেশ বুঝে ভোট দেওয়ার সুবিধা পাবেন অভিবাসীরা। এদিন মূল ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরে সন্ধ্যা ৭টার পর থেকে ভোট গণনা। জানা গিয়েছে নিউ ইয়র্কে ব্যালটে ইংরেজি ছাড়াও অন্য সুবিধাজনক ভাষা রাখার জন্য একটি মামলা হয়। সেই মামলায় এশিয়ার একটি ভাষা রাখার দাবি জানানো হয়। সেখানে বাংলাকে এশীয় ভাষা হিসাবে রাখার প্রস্তাব পাশ হয়। মূলত জনসংখ্যার ঘনত্ব হিসাবেই স্বীকৃতি দেওয়া হয় বাংলা ভাষাকে।
মঙ্গলবার আমেরিকার ৫০টি প্রদেশে ভোটদান প্রক্রিয়া শেষ হবে। যদিও সেপ্টেম্বরের শেষ থেকে বিভিন্ন প্রদেশে আর্লি ভোটিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের এক তৃতীয়াংশ মানুষ ইতিমধ্যেই ব্যালট বা ই-মেলে অগ্রিম ভোট প্রক্রিয়ায় ভোট দিয়ে ফেলেছেন। লক্ষাধিক অভিবাসী রয়েছেন এই ভোট প্রক্রিয়ায়। তবে এঁদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে সমীক্ষায় দাবি। তাঁদের সুবিধার্থেই নিউ ইয়র্ক শহরে ব্যালটে (ballot) থাকছে বাংলা।
আরও পড়ুন- এবার ভর্তুকির তথ্যও পাবেন রেশন গ্রাহকরা