প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) চার্জ গঠন হল সোমবার। ঘটনার ৮৭ দিনের মাথায় সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয়ের চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। সিবিআইয়ের তরফে আরজি করে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট পেশের ২৭ দিন পর এদিন আদালতের রুদ্ধদ্বার কক্ষে চার্জ গঠন করা হয়। আদালত সূত্রে খবর, ১১ নভেম্বর থেকে প্রতিদিন এই মামলায় শুনানি হবে। শুরু হবে সঞ্জয়ের (Sanjay Rai) বিচারের প্রক্রিয়া।
সোমবার দুপুরে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদহ জেলা ও দায়রা আদালতে আনা হয় আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রাইকে। শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত -১ বিচারক অনির্বাণ দাসের এজলাসে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এর আগে ঘটনার ৫৫ দিন পর সিবিআই চার্জশিট দিয়েছিল। সেখানে ধর্ষণ-খুনে একমাত্র অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম রয়েছে। চার্জশিটে সঞ্জয়ের নামে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪ (১) ধর্ষণ এবং ৬৬ নং ধারায় মামলা দিয়েছে সিবিআই। এই নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানান, কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। সিবিআই তাকেই দোষী বলে চার্জশিট দিয়েছে। তাহলে মেনে নিন পুলিশের গ্রেফতার ঠিক ছিল! এদিকে, সোমবার আরজি কর-কাণ্ডে দুটি মামলার শুনানি হয় দুই আদালতে। শিয়ালদহ আদালতে সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে চার্জ গঠনের পাশাপাশি আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আরজি করে আর্থিক অনিয়ম মামলার শুনানি চলছে। আবার মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন- উন্নয়নের তালিকা, চক্রান্ত থেকে সাবধান