৩ রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে বদল উপনির্বাচনের দিন

Must read

৩ রাজ্যে উৎসবের জেরে উপনির্বাচনের দিন পরিবর্তন। ১৩ নভেম্বর দেশের ৪৮ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও কেরলের (Uttar Pradesh-Punjab-Kerala) উপনির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, উৎসবের আবহে ভোটদানের হার কমে যাওয়ার আশঙ্কায়। সেক্ষেত্রে এই কেন্দ্রগুলিতে নির্বাচন হবে ২০ নভেম্বর।

আরও পড়ুন- চা-তেল-বিস্কুট-শ্যাম্পুর দামে আগুন লাগতে চলেছে

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গে ১৫ রাজ্যের উপনির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে দুটি কেন্দ্রের লোকসভার উপনির্বানেরও ঘোষণা হয়। এর মধ্যে উত্তরপ্রদেশের ৯ কেন্দ্রে, পাঞ্জাবের ৪ কেন্দ্রে ও কেরলের (Uttar Pradesh-Punjab-Kerala) একটি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনে যে সব বিধায়করা জয়ী হয়েছেন, সেই কেন্দ্রগুলির উপনির্বাচন ছিল ১৩ নভেম্বর। তবে কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয় ওই সময় পালাক্কাড় কেন্দ্রের মানুষ কালপথি রাশথোলসভম উৎসবে মেতে থাকবেন। বিজেপি, বিএসপির পক্ষ থেকে দাবি করা হয় ওই সময় উত্তরপ্রদেশে কার্তিক পূর্ণিমা নিয়ে উৎসব চলবে। সেই সঙ্গে আপ ও কংগ্রেস দাবি করে গুরু নানক জন্মোৎসবের কারণে পাঞ্জাবে উৎসবের পরিবেশে ওই সময় ভোটদান কম হতে পারে।

রাজনৈতিক দলগুলির বক্তব্যকে মান্যতা দিয়ে নির্বাচনের দিন পিছিয়ে ২০ নভেম্বর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে বিরোধীদের প্রশ্ন কেন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে আগেই এই দিন নির্ধারণ করা হয়নি। এই ১৪ কেন্দ্রের ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

Latest article