হাড্ডাহাড্ডি লড়াই, মসনদে কে? হ্যারিস বনাম ট্রাম্প, পূর্ণাঙ্গ ফল আসার অপেক্ষা

৫০টি প্রদেশের ভোটের পূর্ণাঙ্গ ফল সরকারিভাবে ঘোষণার অপেক্ষা৷ ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে গিয়ে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প

Must read

প্রতিবেদন : দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশের শীর্ষপদের নির্বাচনের দিকে নজর রেখেছিল গোটা বিশ্ব৷ নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমান, রিপাবলিকান পার্টির প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে এবারের ভোটের লড়াই সবচেয়ে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে চলেছে৷ ৫০টি প্রদেশের ভোটের পূর্ণাঙ্গ ফল সরকারিভাবে ঘোষণার অপেক্ষা৷
২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে গিয়ে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প৷ সেবারও টক্কর হয়েছিল জোরদার৷ নেভাডা–সহ কয়েকটি প্রদেশের সেবার ভোট গণনার জটিলতার জন্য ফল ঘোষণা পিছিয়ে যায়৷ গত নির্বাচনে ভোটগ্রহণ হয় ৩ নভেম্বর আর ইলেক্ট্ররাল কলেজের ভোটের ফল সরকারিভাবে ঘোষিত হয় তার চারদিন পর৷

আরও পড়ুন-কৃষ্ণদের থামানোর মহড়া মোহনবাগানে

নেব্রাস্কা ও মাইন প্রদেশ বাদ দিলে বাকি সব প্রদেশের ইলেক্ট্ররাল ভোট যুক্ত করলে যে প্রার্থী ২৭০ বা তার বেশি ভোট পাবেন তিনি হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷ আর সেই প্রার্থীর রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট৷ আগামী ১৩ ডিসেম্বর প্রতি প্রদেশের রাজধানীতে সংশ্লিষ্ট ইলেক্ট্রলরা দলীয় প্রার্থী ভোট দেবেন৷ সেটি হবে নির্বাচনের শেষ পর্ব৷ যদিও তার আগে সরকারিভাবে ভোট গণনার পরিণতি জানা যাবে৷ মঙ্গলবার আমেরিকায় সন্ধ্যা ছ’টায় (ভারতীয় সময় বুধবার ভোর) ভোট শুরুর পরে প্রদেশভিত্তিক গণনা শুরু হবে৷ প্রবণতা বোঝা যাবে তার কয়েক ঘণ্টার মধ্যেই৷ প্রেসিডেন্ট ভোটের পাশাপাশি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৪টি এবং নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেনটেটিভস–এর ৪৩৫টি আসনের সবক’টিতে ভোট এবং গণনা চলবে৷

Latest article