ছন্দে থাকা বার্সেলোনার সামনে আজ বেলগ্রেড, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

এই পরিস্থিতিতে বুধবার রাতে ফের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছেন লেয়নডস্কিরা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়ার নামী ক্লাব রেডস্টার বেলগ্রেড।

Must read

বেলগ্রেড, ৫ নভেম্বর : চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে বার্সেলোনা। জার্মান কোচ হ্যান্সি ফ্লিক দায়িত্ব নিয়ে ম্যাজিকের মতো বদলে দিয়েছেন গোটা দলকে। তাঁর কোচিংয়ে অভিজ্ঞ রবার্ট লেয়নডস্কি, রাফিনহা যেমন নিয়মিত গোল করছেন, তেমনই লামিনে ইয়ামাল, পেদ্রি, পাবলো তোরে, ফেরমিন লোপেজের মতো তরুণরা মাঝমাঠে ফুট ফোটাচ্ছেন। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিকে তাদের ঘরের মাঠে চার গোলে চূর্ণ করেছে বার্সা। স্প্যানিশ লিগের শীর্ষেও রয়েছে তারা।

আরও পড়ুন-হাড্ডাহাড্ডি লড়াই, মসনদে কে? হ্যারিস বনাম ট্রাম্প, পূর্ণাঙ্গ ফল আসার অপেক্ষা

এই পরিস্থিতিতে বুধবার রাতে ফের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছেন লেয়নডস্কিরা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়ার নামী ক্লাব রেডস্টার বেলগ্রেড। পরিসংখ্যান বলছে, এই মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৩৪টি গোল ইতিমধ্যেই করে ফেলেছেন বার্সেলোনার ত্রয়ী লেয়নডস্কি, রাফিনহা ও ইয়ামাল। এর মধ্যে লেয়নডস্কি একাই করেছেন ১৭ গোল। রাফিনহা করেছেন ১১টি। ইয়ামালের গোল ৬টি। চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজ ও বায়ার্ন মিউনিখকে বড় ব্যবধানে হারালেও, মোনাকোর বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছিল বার্সেলোনা। ফলে বুধবার রাতের ম্যাচটা লেয়নডস্কিদের কাছে মাস্ট উইন ম্যাচ। কোচ হ্যান্সি ফ্লিক তো বলেই দিচ্ছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ নিজেদের মাঠে চেনা পরিবেশে খেলবে। তবে আমরা নিজেদের ফুটবল দর্শনে কোনও বদল আনছি না। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে জয় ছিনিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য।’’
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে পিএসিজর বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেনফিকা। তবে আলাদা করে নজর থাকবে ইন্টার মিলান বনাম আর্সেনাল ম্যাচে। দুটো দলই নিজেদের আগের ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। তাই যেভাবেই হোক জিততে চাইবে। এ ছাড়া জার্মান ক্লাব স্টুটগার্ট মুখোমুখি হবে ইতালীয় ক্লাব আটলান্টার। অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্লাব ব্রুগে।

Latest article