আয়োজনের জন্য দাবি জানাল ভারত, ২০৩৬ অলিম্পিক

আনুষ্ঠানিক দাবির খবর এদিন প্রকাশ্যে এলেও, অলিম্পিক আয়োজনের পরিকল্পনা বহুদিন ধরেই চলছিল। ২০৩০ সালে যুব অলিম্পিক হতে চলেছে।

Must read

নয়াদিল্লি, ৫ নভেম্বর : দেশের মাটিতে অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হবে ভারতীয় ক্রীড়াবিদদের? এই সম্ভাবনা উসকে দিয়ে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানাল ভারত। সংবাদসংস্থার খবর, গত ১ অক্টোবরই ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) লিখিত ভাবে ২০২৬ অলিম্পিক আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। একই সঙ্গে ওই বছরের প্যারালিম্পিক আয়োজনের দাবি জানানো হয়েছে। শেষ পর্যন্ত ভারতের ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন-হাড্ডাহাড্ডি লড়াই, মসনদে কে? হ্যারিস বনাম ট্রাম্প, পূর্ণাঙ্গ ফল আসার অপেক্ষা

আনুষ্ঠানিক দাবির খবর এদিন প্রকাশ্যে এলেও, অলিম্পিক আয়োজনের পরিকল্পনা বহুদিন ধরেই চলছিল। ২০৩০ সালে যুব অলিম্পিক হতে চলেছে। যা আয়োজন করতে উঠেপড়ে লেগেছে ভারত। খবর, মুম্বই শহরকে ভেনু্ ধরে সামনে এগোতে চাইছে আইওএ। যুব অলিম্পিক আয়োজনের সাফল্যের উপর অনেকটাই নির্ভর করবে ভারতের অলিম্পিক আয়োজনের ভাগ্য। তবে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য ভারত ছাড়াও আরও ১০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বলে খবর। এই দেশগুলির অন্যতম– সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।
প্রসঙ্গত, ২০২৮ সালের অলিম্পিকের আসর বসবে আমেরিকার লস অ্যাঞ্জলস শহরে। ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাক জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে আগ্রহ জানিয়েছে বেশ কয়েকটি দেশ।

Latest article