সংবাদদাতা, জঙ্গিপুর : দীর্ঘ টালবাহানার পর অবশেষে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন পেল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নামাঙ্কিত এই বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ডাক্তারি পড়ুয়াদের ভর্তি এবং পঠন-পাঠন শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে সরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি মেডিক্যাল কলেজ বহরমপুর শহরে রয়েছে। সেখানে রোগীর চাপ বেড়ে চলেছে।
আরও পড়ুন-আয়োজনের জন্য দাবি জানাল ভারত, ২০৩৬ অলিম্পিক
জাকির হোসেন বলেন, ‘‘আমার স্বপ্ন রয়েছে এই মেডিক্যাল কলেজকে আগামী দিনে রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। এখানে খুব কম খরচে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা পাবেন।’’ জাকির-ঘনিষ্ঠ গৌতম ঘোষ বলেন, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল থেকে আপাতত ৫০টি আসনে ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন পাওয়া গিয়েছে। মঙ্গলবার থেকেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কয়েকদিনের মধ্যে ক্লাসও শুরু হবে। এই মেডিক্যাল কলেজের পরিকাঠামো এখন থেকেই ৩০০ জন এমবিবিএস ছাত্রছাত্রী প্রতি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন, এমনভাবে তৈরি করা হচ্ছে। এই মেডিক্যাল কলেজের জন্য জঙ্গিপুরের মিঞাপুর এবং প্রসাদপুরের দুটি বড় ভবন নির্মাণ করা হচ্ছে। আপাতত মিঞাপুরের ভবনে পঠন-পাঠন শুরু হবে। সেখানেই রয়েছে পড়ুয়াদের জন্য পৃথক হস্টেল। এই মেডিক্যাল কলেজ চালু হওয়ার ফলে শুধু মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী জেলা বীরভূম, পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার থেকেও প্রচুর মানুষ পরিষেবা নিতে আসবেন।