নয়াদিল্লি, ৫ নভেম্বর : নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম হলেও অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের হ্যাটট্রিকের আশা ছাড়ছেন না ভারতের সদ্যপ্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। কিউয়ি সিরিজে চূড়ান্ত ব্যর্থ দুই সিনিয়র রোহিত শর্মা ও বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ধাওয়ান জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় শেষ দু’টি সিরিজে জয়ের আত্মবিশ্বাস ভারতীয়দের সঙ্গে থাকবে। জয়ের মানসিকতা নিয়েই যাবে ভারত। ওখানে সিরিজ জয়ের হ্যাটট্রিকের ভাল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-নবান্নে জরুরি বৈঠকে দুই মন্ত্রী, এবার সারেও কেন্দ্রীয় বঞ্চনা, ক্ষুব্ধ কৃষকরা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বিপর্যয়ের পর ক্রিকেট দুনিয়া রোহিতদের নিয়ে আশা না দেখলেও ধাওয়ান বলছেন, ‘‘রোহিত, বিরাট এবং বুমরা অনেক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ায়। ওরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে টিমের তরুণদের সঙ্গে। নতুন প্রজন্ম অনেক বেশি আত্মবিশ্বাসী, উজ্জীবিত এবং পারফর্ম করার জন্য সবসময় মুখিয়ে থাকে। আন্তর্জাতিক মঞ্চে খুব দ্রুত নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া ওরা। যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরা সেটা প্রমাণ করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই আমাদের অ্যাডভান্টেজ। ওখানের উইকেটে গতি হয়তো চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের ব্যাটাররা তার জন্য যথেষ্ট প্রস্তুত।’’ ধাওয়ান আরও বলেছেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে যাই হোক, বিশ্বাস করি আমাদের ভাল সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্রফি জয়ের হ্যাটট্রিক করার। শেষ দুই সিরিজে আমরা ওখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছি। আমি নিশ্চিত, আমাদের টিম ইতিবাচক এবং জয়ের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়া যাবে।’’