যোগীরাজ্যে কাঠগড়ায় পুলিশ, নাটকের আয়োজককে থুতু চাটতে বাধ্য করল পুলিশ

যোগীরাজ্যে (UttarPradesh) এবার গুরুতর অভিযোগ উঠল পুলিশের (Police) বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন।

Must read

যোগীরাজ্যে (UttarPradesh) এবার গুরুতর অভিযোগ উঠল পুলিশের (Police) বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন। উত্তরপ্রদেশের নাসিরাবাদে (Nasirabad) ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। পুলিশের সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল। নাসিরাবাদের কাপুরপুর গ্রামের প্রধানের এক প্রতিনিধি সুশীল শর্মা দীপাবলি উপলক্ষ্যে গ্রামে একটি নাটকের আয়োজন করেছিলেন যার নাম ‘নৌটাঙ্কি’। প্রশাসনের কোনওরকমের অনুমতি না নিয়ে এই নাটকের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ গভীর রাতে ওই গ্রামে পৌঁছে পুলিশ সুশীলকে অনুষ্ঠান বন্ধ করতে বলে। সুশীল যদিও নাটক বন্ধ করতে রাজি হন নি। এরপরেই পুলিশ সুশীলশর্মা এবং তার সহযোগীদের আটক করে থানায় তুলে নিয়ে যায়। ৫ জনকে আটক করা হয়।

আরও পড়ুন-রাষ্ট্রসংঘে মৃতদের তালিকা দেবে হাসিনার দলও, নিহত ৪০০ কর্মীর তথ্য পেশ

সুশীল শর্মা জানিয়েছেন তাঁকে এবং তার চার সহকারীদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পর শারীরিকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়। থানায় মেঝেতে তাকে তার থুথু চাটতেও বাধ্য করে পুলিশ। গ্রামের প্রধান এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, নাসিরাবাদের এসএইচও শিবকান্ত পান্ডে তার কাছ থেকে ২ লক্ষ ঘুষ চান বলেও জানান তিনি। টাকা না দিলে কড়া মামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন-রোহিতদের নিয়ে আশায় ধাওয়ান

স্বাভাবিকভাবে পুলিশের তরফে তাদের অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় শনিবার গ্রাম প্রধান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রায়বেরেলির পুলিশ সুপার যশবীর সিং এই মর্মে বলেছেন, স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

Latest article