প্রয়াত পদ্মভূষণ-প্রাপ্ত গায়িকা সারদা সিনহা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত বিহারের লোকশিল্পী সারদা সিনহা (Sharda Sinha)। পদ্মভূষণপ্রাপ্ত গায়িকার প্রয়াণে শোকের ছায়া প্রতিবেশী রাজ্য বিহারে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। প্রয়াত শিল্পীকে স্মরণ করে শোকবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিহার ও উত্তর ভারতের বিভিন্ন ভাষায় তাঁর স্মরণীয় গানের কথা উল্লেখ করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হাউস্টনে নভেম্বরের রথযাত্রা বাতিল ইসকনের

ছট পুজোর উৎসব মানেই সারদা সিনহার (Sharda Sinha) গলার সুমধুর গান। কিন্তু এবারে থেমে গেল কণ্ঠ। সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু থেকেই সারদা লোকসঙ্গীতকেই বেছে নেন। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘বিহার কোকিলা হিসেবে খ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যুসংবাদ অত্যন্ত দুঃখজনক। সারদা সিনহা বিহারি লোকগানের মৈথিলি, ভোজপুরি ভাষায় নিজের সুমধুর কণ্ঠের সৌজন্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে এক অলৌকিক ভক্তির আবহ তৈরি হবে। তিনি ২০১৮ সালে শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণেও ভূষিত হন। তাঁর সুরেলা গান অমর হয়ে থাকবে। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদধ্যায় লেখেন, “প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার প্রয়াণে শোকাহত। ‘বিহার কোকিলা’ নামে খ্যাত শিল্পী যিনি তাঁর সুরেলা কণ্ঠে ভোজপুরি, মৈথিলী ও মগধি ভাষায় গানের জন্য সুপরিচিত, তিনি চিরকাল স্মরণে থেকে যাবেন।” সেই সঙ্গে পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য সমবেদনা প্রকাশ করেন।

 

Latest article