এবার অভিষেকের জনসংযোগ শুরু বিজয়া সম্মিলনী দিয়েই

Must read

লোকসভা নির্বাচনের পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে ছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সে কথা অবশ্য তিনি আগেই জানিয়েছিলেন নিজের এক্স হ্যান্ডেলে। বিদেশে অস্ত্রোপচার করিয়ে আসার পরে ফের বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার অভিষেকের জন্মদিন। সেদিন তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে উপচে পরে ভিড়। কাউকে নিরাশ করেন না অভিষেক। তবে এবার এটা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সদ্য আমেরিকা থেকে চোখে অপারেশন করিয়ে এসেছেন অভিষেক (Abhishek Banerjee)। সেই কারণে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও কালো চশমা পরা ছিল তাঁর। রাজ্যে উপনির্বাচনের আগেই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করবেন অভিষেক। আমতলায় নিজের লোকসভা কেন্দ্রে শনিবার এই কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক।

আরও পড়ুন- ছটপুজো উপলক্ষে হাওড়ায় জোরকদমে কাজ শুরু ‘অভিষেকের দূত’দের

এর পাশাপাশি তৃণমূল সূত্রে খবর, ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর। প্রথম পর্যায়ে নবজোয়ার কর্মসূচিতে প্রায় ৬০ দিন বাড়ির বাইরে ছিলেন অভিষেক। রাত কাটিয়েছেন তাঁবুতে। সেই বার বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। এবারও একইভাবে টানা কর্মসূচি করবেন তিনি। তাঁর সফর এবারও বাংলার উত্তর থেকে দক্ষিণমুখী হবে বলেই জানা যাচ্ছে। তবে তার আগেই তাঁর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান নিয়ে উৎসাহী তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।

Latest article