প্রতিবেদন : স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে উসকানিমূলক মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেই হিংসা ছড়ানোর চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করে এবার বউবাজার থানায় দায়ের হল এফআইআর। সোমবার বউবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জনৈক এক ব্যক্তি। কলকাতা পুলিশের তরফে তাঁর নাম গোপন রাখা হয়েছে।
এফআইআরে স্পষ্টভাবে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যে মন্তব্য করেছেন, তা উসকানিমূলক। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই অভিযোগ দায়েরের পর বিজেপির এই তারকা-নেতার বিরুদ্ধে কলকাতা পুলিশ কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।
বিতর্কিত মন্তব্য করে মিঠুন বলেছিলেন, আমরা ভাগীরথীতে ফেলব না। কারণ ভাগীরথী আমাদের মা। তোমাকে আমরা মাটিতে পুঁতে দেব। এই মন্তব্যের পরেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল নেতৃত্ব। ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম নিয়ে তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই মন্তব্যের জেরেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। আসলে তিনি ভাবেন পুরোটাই বোধ হয় রুপোলি পর্দা। রাজনৈতিক ময়দানে যে এই ধরনের হিংসাত্মক মন্তব্য করা যায় না তা বোধহয় বিজেপির ধারাপাতে নেই। তাই তাঁদের উদ্দেশ্যই থাকে সম্প্রীতির বাংলায় সাম্প্রদায়িক সন্ত্রাস, দাঙ্গা ছড়িয়ে দেওয়া।