সুপ্রিম কোর্টে অনাচারের অভিযোগে বিদ্ধ যোগী সরকার, তিরস্কার করে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন যোগীরাজ্যের এক নাগরিক।

Must read

প্রতিবেদন : সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন যোগীরাজ্যের এক নাগরিক। প্রতিশোধ নিতে সেই ব্যক্তির বাড়ি রাতারাতি ভেঙে ফেলেছে বিজেপি প্রশাসন। কোনওরকম আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি ভেঙে ফেলার জন্য বুধবার উত্তরপ্রদেশ সরকারের কঠোর সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনাকে প্রশাসনিক অনাচার বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি।

আরও পড়ুন-টাকা ফেরাল কলকাতা পুলিশ

প্রসঙ্গত, রাস্তা প্রশস্ত করার কথা বলে কোনও নোটিশ না দিয়েই একটি বাড়ি ভেঙে ফেলেছিল যোগী প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপকে স্বেচ্ছাচারপূর্ণ বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। এর পাশাপাশি ভেঙে ফেলা বাড়ির মালিককে ক্ষতিপূরণ হিসাবে ২৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। সেইসঙ্গে এই ঘটনায় যুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ নিতে বলেছে শীর্ষ আদালত।

আরও পড়ুন-পুণ্যার্থীরা নিমেষে পৌঁছে যাবেন মহাকুম্ভ মেলায়! নয়া চুক্তির পর সাহায্য করবে গুগল

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের বক্তব্য, বাড়ি ভেঙে ফেলার পদক্ষেপ স্বেচ্ছাচারিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার ফলশ্রুতি। উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে বেঞ্চ প্রশ্ন করেছিল, কীভাবে আপনি আইনের অনুসরণ না করে বা নোটিশ না দিয়ে কারও বাড়িতে প্রবেশ করে তা ভেঙে ফেলতে পারেন? আদালত শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসাবে ২৫ লক্ষ টাকা প্রদানের নির্দেশ দিয়েছে এবং উত্তরপ্রদেশের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে এক মাসের মধ্যে আদেশ কার্যকর করতে হবে। শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবীকে বিচারপতি পারদিওয়ালা বলেন, আপনি বুলডোজার নিয়ে এসে রাতারাতি কারুর বাড়িঘর ভেঙে ফেলতে পারেন না। আপনি স্থানান্তরের জন্য পরিবারকে সময় দেননি কেন? যথাযথ প্রক্রিয়া কেন অনুসরণ করা হয়নি? প্রধান বিচারপতির মন্তব্য, কারুর বাড়িতে হঠাৎ করে প্রবেশ করে বিনা নোটিশে তা ভেঙে ফেলা প্রকৃতপক্ষে অনাচারের নামান্তর। আবেদনকারীর অভিযোগ, মহাসড়ক দখলের অভিযোগে কোনও পূর্ব-নোটিশ বা ব্যাখ্যা ছাড়াই তার বাড়ি ভেঙে দেওয়া হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আবেদনকারী আদালতে দাবি করেছেন, সংশ্লিষ্ট রাস্তা নির্মাণ প্রকল্পের অনিয়ম নিয়ে মিডিয়াতে অভিযোগ করার পরই প্রতিশোধ নিতে তাঁর বাড়ি ভেঙেছে প্রশাসন।

Latest article