সংবাদদাতা, কোচবিহার : বড় জনসভা নয়, বুথ ও অঞ্চলস্তরে কর্মী সভাতেই উপনির্বাচনের প্রচারে বিশেষ জোর দিয়েছে তৃমমূল কংগ্রেস। বিরোধীরা গোষ্ঠী-কোন্দলের জেরে একেবারে ব্যাকফুটে, সেখানে তৃমমূল কংগ্রেস কর্মিসভায় প্রমাণ করে দিয়েছে একতায় জয় আনবে। এই বিষয়টি মাথায় রেখেই উপনির্বাচনের প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের। বুধবার উত্তরের দুই কেন্দ্র সিতাই ও মাদারিহাটে কর্মিসভার মাধ্যমেই হল প্রচার। দুই কেন্দ্রেই প্রার্থীদের সঙ্গে নিয়ে কর্মিসভা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টিপ্পোর প্রচারে দলের রাজ্য সহ-সভাপতি বলেন, মাদারিহাট উপ নির্বাচনের প্রচারে বীরপাড়া আসেন। সেখানে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে তিনি প্রার্থী সহ সকল নেতৃত্বকে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন।
আরও পড়ুন-ব্যারেটোকে উপহার ইস্টবেঙ্গলের, ডার্বিতে জোসেফ নেই মহামেডানে
তিনি বলেন, উপনির্বাচনে বিজেপি-কে ধরাশায়ী করবে সাধারণ মানুষ। পাশাপাশি সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায়ের প্রচারেও বিজেপিকে একহাত নেন তিনি। বলেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে চিনে গিয়েছেন এলাকারই মানুষ। তাই সঙ্গীতা রায়ের সঙ্গে সিতাই সাধারণ মানুষ আছেন। বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী উপনির্বাচনে জয়ী হবে। জয়প্রকাশ মজুমদার এদিন আরো বলেন, তৃণমূল কংগ্রেস জানে তাদের জয় সময়ের অপেক্ষা তবে কেউই এই লড়াইকে সহজভাবে নিতে রাজি নন। তাই সব স্তরের নেতাকর্মীরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি বলেন প্রতিদিনের দলের কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে কী করে বিরোধী প্রার্থীর থেকে জয়ের ব্যবধান আরও বাড়ানো যায়। এদিনই মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, গিরীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষও সিতাইয়ের প্রার্থীর সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার করেন।