শীতের গতি শ্লথ, জগদ্ধাত্রী পুজোয় মেঘমুক্ত আকাশ

আপাতত শীতের দেখা নেই রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকলেও এখনই শীতের দেখা মিলবে না

Must read

প্রতিবেদন : আপাতত শীতের দেখা নেই রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকলেও এখনই শীতের দেখা মিলবে না। বরং কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ও দক্ষিণের ৩টি জেলা বাদে গোটা রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে জগদ্ধাত্রী পুজো কিংবা ছট পুজোতে বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন-জলুমবাজি বরদাস্ত করব না, ব্যবসায়ীদের পাশে মুখ্যমন্ত্রী

দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করায় দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে তা অতি সামান্য। চলছে মাসের ২৫ তারিখ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। অর্থাৎ এখনই শীতের প্রবেশ হচ্ছে না। তবে হালকা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা খানিকটা কমতে পারে। এদিকে কবে আনুষ্ঠানিকভাবে শীতের প্রবেশ হবে সে নিয়েও কোন পূর্বাভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

Latest article