সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সরেনের মাধ্যমে জঙ্গলমহলের স্বরাজ মোর্চার দুটি দাবি সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে দেওয়া হল বুধবার। মোর্চার পক্ষ থেকে দুটি দাবি নিয়ে ঝাড়গ্রামের তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর উদ্যোগে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে স্মারকলিপি দুটি পাঠানো হয়।
মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মাহাত বলেন, ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে জাতিভিত্তিক জনগণনা ও ১০০ দিনের কাজের প্রকল্প চালু করা ও শ্রমিকদের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই দুটি দাবিপূরণ করার জন্য তাঁদের চিঠি পাঠানো হয়েছে। ১৯৩১ সালের পর ভারতবর্ষে জাতিভিত্তিক জনগণনা হয়নি। হয়েছে আর্থসামাজিকের উপর। ২০২৫ সালে ভারতবর্ষে জুড়ে জনগণনা শুরু হবে। আগামী ২৫ নভেম্বর সংসদের অধিবেশন শুরু হবে। তাই জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে দুটি দাবি রূপায়ণের জনা এলাকার সাংসদের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হল।