লিগ নিয়ে জট, সিকিম যাচ্ছে ডায়মন্ড হারবার

Must read

প্রতিবেদন : আইএফএ-র ব্যর্থতায় কলকাতা লিগ শেষ হওয়া নিয়ে জটিলতা অব্যাহত। তারমধ্যেই ডায়মন্ড হারবার এফসি (DHFC) আগামী সপ্তাহের শুরুতে সিকিম গভরনর্স গোল্ড কাপ খেলতে গ্যাংটক যাচ্ছে। টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে কিবু ভিকুনার দল। সন্তোষ ট্রফির বাংলা দলে ডায়মন্ড হারবারের প্রায় ১৬-১৭ জন ফুটবলার রয়েছে। আইমার, সাইবররাও সন্তোষে খেলতে গিয়েছেন নিজেদের রাজ্যের হয়ে। এর বাইরে থাকা দলের বাকি ফুটবলারদের নিয়েই সিকিমের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় অংশ নেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব (DHFC)।

আরও পড়ুন- তন্ময়ের পর সোমনাথ বহিষ্কারেই মুখরক্ষা

জানুয়ারিতে দ্বিতীয় ডিভিশন আই লিগের আগে ডিসেম্বরের ১০ তারিখের পর কলকাতা লিগের বাকি দু’টি ম্যাচ খেলতে চায় ডায়মন্ড হারবার। কিন্তু আইএফএ নিজেদের ব্যর্থতা ঢাকতে ডায়মন্ড হারবারের সমস্যা না বুঝে নভেম্বরেই লিগ শেষ করতে মরিয়া। সন্তোষের প্রাথমিক রাউন্ড শেষে ২০ নভেম্বরের পর ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবারের মধ্যে খেতাবি লড়াইয়ের ম্যাচ দিতে চায় আইএফএ। ডায়মন্ড হারবারকে এই ব্যাপারে মেল করেছেন আইএফএ সচিব। তবে অভিষেকের ক্লাব পাল্টা জবাব দিয়ে তাদের আগের সিদ্ধান্তই জানিয়ে দেবে যে, সব প্লেয়ারকে পেলে সুপার সিক্সের বাকি দুই ম্যাচ তারা ডিসেম্বরের ১০ তারিখের পরই খেলবে।
ডায়মন্ড হারবার এফসি-র ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আইএফএ-র চিঠি আমরা পেয়েছি। ওরা বলেছে ২০ নভেম্বরের পর ম্যাচ দিতে চায়। কিন্তু সন্তোষে বাংলার প্লেয়ারদের না হয় আমরা ২০ তারিখের পর পেলাম। কিন্তু সন্তোষে খেলতে যাওয়া বাইরের ছেলেদের কী দ্রুত অত সহজে আনতে পারব? আমরা চিঠি দিয়ে জানাচ্ছি, ডিসেম্বরের আগে ইস্টবেঙ্গল ম্যাচ খেলা সম্ভব নয়।’’ আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘ডায়মন্ড হারবারের চিঠি পেলে আমরা আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করব।’’

Latest article