প্রতিবেদন: নবম শ্রেণির রেজিস্ট্রেশনের (Registration) সংশোধনের সময়ের মেয়াদ বৃদ্ধি করল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের পর্ষদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের (Registration) জন্য যে তথ্য জমা দেওয়া হয়েছে তাতে কোনরকম সংশোধন করার প্রয়োজন হলে তা যেন সময়মতো করে নেওয়া হয়। কোনও পড়ুয়ার এ ধরনের প্রয়োজনীয় নথি যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের সময় সমস্যা হতে পারে। তাই সতর্কতার সঙ্গে এই যাচাই প্রক্রিয়ায় স্কুলগুলিকে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর সকাল ১১টা থেকে ২০ নভেম্বর সন্ধে ছটা পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে তথ্য যাচাই এবং পরিবর্তন করা যাবে। এরপর সেই সংশোধিত তথ্য স্কুলগুলিকে সংরক্ষিত করে রাখতে হবে। একবারই তথ্য যাচাইয়ের সময়সীমা পেরিয়ে গেলে তা আর পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না।
আরও পড়ুন- জগদ্ধাত্রী পুজোয় ঘুরে আসুন বাউড়িয়া