প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন হাসিনার, সুদিনের আশায় আওয়ামী লিগ!

Must read

২৯৫ টি আসনে জিতে আবারও আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোয়াইট হাউস ফের রিপাবলিকানদের দখলে যাওয়ায় বিরাট চাপে ইউনুস। কারণ তিনি ডেমোক্র্যাটিক পার্টি ঘেঁষা। এবার মনে করা হচ্ছে, ট্রাম্পের জয়ে হাসিনা এবং আওয়ামী লিগের ভালো দিন ফিরতে পারে।

আরও পড়ুন- ইউনুসের অপছন্দের প্রার্থীর জয়, চাপ কি বাড়ল বাংলাদেশের?

এই নিয়ে ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হলেন। আওয়ামী লিগ দলের প্যাডে লিখিতভাবে ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন হাসিনা। আওয়ামী লিগ বিবৃতিতে জানিয়েছে, হাসিনা ট্রাম্পকে (Donald Trump) পাঠানো শুভেচ্ছা বার্তায় তাঁর প্রথম সরকারের সময়ে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম নেত্রীর বক্তব্য লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে দল। তবে ট্রাম্পের জয়ের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অভিবাসন নীতি থেকে শুরু করে গর্ভপাত, এমনকী সীমান্ত সমস্যা সব ইস্যুতেই আগ্রাসী প্রচার চালিয়েছেন ট্রাম্প। কখনও অভিবাসীদের ‘আবর্জনা’ বলে দেওয়া, কখনও ‘মেক্সিকো সীমান্ত বন্ধ’ করে দেওয়ার হুঁশিয়ারি। এবার আর কী কী করেন ট্রাম্প তারই অপেক্ষা করছেন বিশ্ববাসী।

Latest article