বিহার (Bihar) মানেই ‘ড্রাই স্টেট’। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার সেই বিহারে তেলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ১ কোটি টাকার বিলিতি মদ। মদ যেখানে নিষিদ্ধ সেখানে প্রশাসনের নাকের ডগায় কিভাবে ঢুকছে মদ এই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও নতুন নয়, বিহারে এর আগেও বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজ্যে মদের কারবার রুখতে নাকা চেকিং করছিল পুলিশ। হঠাৎ একটা তেলের ট্যাঙ্কে তল্লাশি চালাতেই দেখা গেল, ট্যাঙ্কের ভিতরে তেল নয়, রয়েছে ৫ হাজার লিটার মদ।
আরও পড়ুন-”আমরা সব ধর্মকে ভালবাসি” ছট পুজোর উদ্বোধনে গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিহারের মুজাফ্ফরপুরে একটি তেলের ট্যাঙ্কারের ভিতর থেকে ৫ হাজার লিটার মদ উদ্ধার হল। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। ছট পুজো উপলক্ষেই রাজ্যে এই বিপুল পরিমাণ মদ চোরাচালান করা হচ্ছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে অহিয়াপুর থানা এলাকার বাখরি চকের কাছে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এরপরেই নাগাল্যান্ডের নম্বরের একটি ট্যাঙ্কার আটক করে পুলিশ। সেই ট্যাঙ্কারে তল্লাশি চালাতেই দেখা গেল সেখানে তেলের পরিবর্তে, ট্যাঙ্কারের গোপন বেসমেন্টে রয়েছে প্রচুর পরিমান মদ। ঘটনাস্থল থেকে তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত তিনজন পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা মদ হিমাচল প্রদেশে তৈরি হয়ে আসছে। ট্যাঙ্কারের ভিতরে মদ রাখার জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছিল।