উধাও ট্যাবের টাকা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশ

একাধিক পড়ুয়ার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। একাধিক স্কুল থেকে এই অভিযোগ আসতেই ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : রাজ্যের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু সেই টাকা চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। একজন নয়, একাধিক পড়ুয়ার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। একাধিক স্কুল থেকে এই অভিযোগ আসতেই ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে যাঁরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তাদের অবিলম্বে টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-গদ্দারের কুশপুতুল পোড়াল তিন প্রধানের সমর্থকেরা

বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের নাম ও অ্যাকাউন্ট নম্বর হ্যাক করে এই কাণ্ড করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলের মোট ৬৪ জন পড়ুয়ার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের এই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্কুলগুলির প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন ডিআই (মাধ্যমিক) শুভাশিস মিত্র। তিনি জানিয়েছেন, ওই চারটি স্কুলে প্রতারণার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রতারিত হওয়া স্কুলগুলির নাম যথাক্রমে চণ্ডীপুর থানার মুরাদপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুল।

Latest article