প্রতিবেদন : নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধরনা দেওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high Court)। পরিবর্তে মন্দিরতলা বাসস্ট্যান্ড চত্বরে অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১১-১৩ নভেম্বর নিজেদের দাবি দাওয়া নিয়ে নবান্নের সামনে দিবারাত্রি টানা ধরনা অবস্থান করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল আদালতে (Calcutta high Court)। এদিন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, নবান্নের বাসস্টপ ওটা। ওখানে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। জবাবে বিচারপতি বলেন, এরা তো রাজনৈতিক পার্টি নয়। এরা একটা অবস্থান করতে চাইছে। রাজ্য জানায়, নিরাপত্তার স্বার্থে বারণ করা হচ্ছে। অন্য জায়গায় ধরনা করুক। বিচারপতি এরপর জানান, ধরনা করতে পারবে মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনে। কর্মসূচি শেষে পাঁচজন নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে পারবেন। জানাতে পারবেন তাঁদের দাবি। এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা শহরের কোথায় কোথায় ধরনা করা যাবে, কোথায় যাবে না এটা নিয়ে গাইডলাইনও তৈরি করুক রাজ্য।
আরও পড়ুন- পাঁশকুড়ায় সমবায় সমিতির নির্বাচন তৃণমূল ৯, বিজেপি ০