প্রতিবেদন : রাজ্যের লগ্নিতে বিরাট খবর। দুটি সংস্থা বাংলায় লগ্নি করছে আপাতত ৫ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হবে ১২ হাজারের বেশি। দুটি সংস্থা হল— কগনিজেন্ট ও ইসক্রাইমেকো ইন্ডিয়া। সিআইআইয়ের সভায় ইসক্রাইমেকোর এমডি মদনমোহন চক্রবর্তী জানান, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ৫ একর জমিতে আধুনিক স্মার্ট মিটার তৈরির কারখানা তৈরি হচ্ছে।
আরও পড়ুন-কল্যাণের অসাধারণ সওয়াল, বর্ধমানের সেই দশ জুনিয়র ডাক্তারও ক্লাসে ফিরছেন
লগ্নি প্রায় হাজার কোটি। লক্ষ্য, দৈনিক ১ হাজার মিটার তৈরি। কর্মসংস্থান হবে প্রায় ৯ হাজার। কাজ শুরুর মুখে। এই মিটার জল, গ্যাস ও বিদ্যুতে ব্যবহার করা যাবে। কগনিজেন্টের অপারেশন হেড সাজিদ হুসেন জানান, কোভিডে বন্ধ সেক্টর-৫ এর প্রথম অফিসটি নতুন করে খুলছে। দেড় বছরের মধ্যে প্রায় ৩ হাজার কর্মসংস্থান হবে। সাজিদ বলছেন, বাংলার মতো মেধাসম্পদ কোথাও নেই।