শিয়ালদায় বৈঠকখানা রোডে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগের কর্তারা অভিযান চালিয়ে পেল অস্ত্রভাণ্ডারের হদিশ। একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘিঞ্জি এলাকায় এই আগ্নেয়াস্ত্র কিভাবে এল সেই নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়ে এসটিএফ গোটা এলাকাটি ঘিরে ফেলে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যবসায়ীরাও আতঙ্কিত। সুরেন্দ্রনাথ কলেজের কাছেই এই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান গিয়েছে। এসটিএফের কাছে খবর যায় বৈঠকখানার রোডের ওই নির্দিষ্ট এলাকায় অস্ত্র আছে। এরপরই সেখানে পৌঁছয় এসটিএফের গোয়েন্দারা। এরপর তারা কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-হায়দরাবাদের জুবিলি হিল্সে হোটেলে বিস্ফোরণের ঘটনায় আহত বহু
প্রসঙ্গত, মুঙ্গের থেকে কলকাতায় অস্ত্র আসছে বলে পুলিশের কাছে খবর আসে। বৈঠক খানা রোডে এই অস্ত্র হাতবদলের কথা ছিল। সেই মতো কলকাতা পুলিশ এলাকায় পৌঁছে অস্ত্র বাজেয়াপ্ত করে।
আরও পড়ুন-সরকারি অফিসার হিসাবে পরিচয় দিয়ে অশ্লীল ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেলের ঘটনায় পুলিশের জালে ১
সন্ধ্যাবেলাতেই গোয়েন্দা বিভাগের কাছে খবর যায় আগ্নেয়াস্ত্র মজুত করার। এরপরই এলাকায় পুলিশ আসে। দুজনকে আটক করা হয়। অস্ত্র কেনা বেচার জন্য এখানে জড়ো করা হয়েছিল না অন্য কোনও কারণে এখানে অস্ত্র রাখা হয়েছিল সেই নিয়ে উঠছে প্রশ্ন। প্লাস্টিকের কন্টেনারে এই অস্ত্রগুলি রেখেছে পুলিশ। কয়েকটি কার্তুজ পাওয়া গিয়েছে। সামনে রাজ্যের একাধিক কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।