প্রতিবেদন : দিঘা- নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস (Paharia Express)। সেই ট্রেনে এসি ফার্স্ট ক্লাসের টিকিট যারা কেটে ছিলেন, তারা স্টেশনে এসে দেখলেন উধাও কামরা। পরিবর্তে রয়েছে এসি থ্রি-টায়ার। তাতেই সফর করতে বাধ্য হলেন। রীতিমতো রেলের প্রতারণা। দার্জিলিং যাওয়ার পথে এই বিরল অভিজ্ঞতার মুখোমুখি হলেন যাত্রীরা। শনিবার এই ঘটনার পর ক্ষুব্ধ যাত্রীরা প্রতিবাদ জানান, নিউ জলপাইগুড়িতে নেমে। খবর চাউর হতেই রেলের দায়সারা মন্তব্য, এসি ফ্রার্স্ট ক্লাস কামরা যথাযথ ছিল না। শেষ মুহূর্তে ব্যবস্থা করা যায়নি। রেল ব্যবস্থা যে তলানিতে নেমেছে তা স্পষ্ট।
আরও পড়ুন- যত্রতত্র নয়, পুরসভার বেছে দেওয়া স্থানেই খেতে দিতে হবে সারমেয়দের