সরস মেলার উদ্বোধনের অপেক্ষায় শৈলশহর

Must read

সুদীপ্তা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ব্যস্ততা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের কাজ। শৈলশহর যেন মেতে উঠেছে উৎসবের আমেজে। কারণ ১৩ নভেম্বর বুধবার দার্জিলিঙের সরস মেলার (Saras Mela) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই এবার প্রথম পাহাড়ে হচ্ছে সরস মেলা। দার্জিলিং-এর চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। আগামী ১৩ নভেম্বর মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মেলায় (Saras Mela) থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। এই মেলাপ্রাঙ্গণে ২৫ থেকে ৩০টি স্টল থাকছে। ভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের নিজের হাতে তৈরি জিনিস নিয়ে এই মেলায় পশরা সাজিয়ে বসবেন। হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানা যাচ্ছে। এই মেলায় নানান কুটির শিল্পের পাশাপাশি চা, গরম বস্ত্র-সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে। এই মেলা প্রসঙ্গে শান্তা ছেত্রী জানান এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস দেশ-বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথা জানান তিনি।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মামলা: সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ আদালতের

Latest article