২টি বাসের রেষারেষি প্রাণ কাড়ল স্কুল পড়ুয়া

Must read

ফের ২টি বাসের (Bus Accident) রেষারেষিতে মৃত্যু হল তৃতীয় শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার, ঘটনাটি ঘটে সল্টলেকের ২ নম্বর গেটের কাছে। অভিযোগ, সল্টলেক-হাওড়া রুটের দুটি বাস রেষারেষি করছিল। সেই সময় স্কুল থেকে ফিরছিল ওই পড়ুয়া। বাসের ধাক্কায় প্রাণ হারায় সে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।

আরও পড়ুন-দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন খুদেদের সঙ্গে

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল ছুটির পরে দুই ছাত্রকে স্কুটিতে চাপিয়ে বাড়ির পথে ফিরছিলেন এক অভিভাবক। সল্টলেকের দুনম্বর গেটের কাছে ২১৫ এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। অভিযোগ, স্কুটিতে একটি বাস ধাক্কা মারে। শিশুদের নিয়ে পড়ে যান বাইক চালক। গুরুতর জখম হন তিনজনে। আহতদের উদ্ধার করে পুলিশ উল্টোডাঙায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই এক ছাত্রকে পড়ুয়ার অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তিত করলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত ছত্রের নাম আয়ুষ পাইন। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ, বিক্ষোভ। দেহ রাস্তায় রেখে অবস্থান চলে। পর পর বাসে ভাঙচুর চালানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এর আগে অগাস্ট মাসে বেহালায় বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারায় খুদে পড়ুয়ারা। বাঁশদ্রোণী এলাকাতেও ডাম্পারের ধাক্কায় মৃত হয় এক স্কুল ছাত্রের। এবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সল্টলেকে।

Latest article