প্রতিবেদন : রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদহ থেকে গ্রেফতার হল এক হ্যাকার। বর্ধমান জেলা পুলিশ মঙ্গলবার মালদহের বৈষ্ণবনগর থেকে কম্পিউটার ডিপ্লোমাধারী এক যুবককে গ্রেফতার করেছে।
আরও পড়ুন-রাত পোহালেই ভোট, ছয় কেন্দ্রে জোর কদমে প্রস্তুতি
ধৃতের নাম হালিম শেখ। মঙ্গলবার জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, গত ৩১ অক্টোবর বর্ধমানে সিএমএস হাইস্কুলের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামা হয়। ২৮ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যত্র চলে গিয়েছে। স্পেশ্যাল তদন্তকারী টিম গঠন করে তাঁরা কাজ শুরু করেন। এরপরই খোঁজ পাওয়া যায় বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করা হয়। এখনও পর্যন্ত জেলা থেকে ৮৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ পেয়েছেন। তদন্তে নেমে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেন তাঁরা। জিজ্ঞাসাবাদে টাকা হাতানোর কথা স্বীকার করেছে ধৃত। এখনও পর্যন্ত জেলার ২০টি স্কুল লিখিত অভিযোগ জানিয়েছে। সাইবার সেলের বিশেষজ্ঞদেরও কাজে লাগানো হয়েছে।