প্রতিবেদন: মহিলাদের নিরাপত্তা নিয়ে মুখেই বড় বড় কথা বলে মোদি সরকার৷ কাজে অষ্টরম্ভা৷ দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজের কাজ কিছুই করা হচ্ছে না৷ কেন বিজেপি শাসিত রাজ্যে প্রতি ঘণ্টায় নির্যাতনের শিকার হচ্ছেন আট থেকে আশি, বিভিন্ন বয়সের মহিলারা? এই বিষয়ে কী পদক্ষেপ করছে অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক? মঙ্গলবার স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী
কমিটির বৈঠকে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷
আরও পড়ুন-উপনির্বাচনের আগেই তৃণমূলের তুমুল সাফল্য, কাঁথিতে সমবায় নির্বাচনে সবুজ-ঝড়
এই প্রসঙ্গে মোদি সরকারের নীতিহীনতার পর্দাফাঁস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন-সহ সরকারি আমলাদের তুলোধোনা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ সূত্রের দাবি, স্থায়ী কমিটির সদস্যদের সামনে এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রেজেন্টেশন দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও তাঁর অধীনস্থ আমলারা৷ সেই সময়েই ৬৯ পাতার প্রেজেন্টেশন পুস্তিকায় মহিলা নিরাপত্তা নিয়ে উল্লিখিত ৫ পাতার প্রেজেন্টেশন চেপে যাওয়া হয়৷ এটাই ধরে ফেলেন দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ বৈঠকের মাঝেই চিত্কার করে মহিলা নিরাপত্তা নিয়ে প্রেজেন্টেশনের দাবি জানান তিনি৷ তাঁর দাবির সূত্রেই একজোট হয়ে মোদি সরকারের আচরণের তীব্র নিন্দা করেন কমিটির সদস্য বিরোধী সাংসদরা৷ সময়ের অভাবের কারণ দেখিয়ে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় আমলারা৷ তখন ফের সোচ্চার হন কাকলি ঘোষ দস্তিদার৷ কেন কেন্দ্রীয় বাহিনীর শূন্য পদে নিয়োগ হচ্ছে না? কেন বাংলাকে পুলিশ আধুনিকীকরণ খাতে তার বরাদ্দ ৫০০ কোটি টাকা প্রদান করা হচ্ছে না? কেন রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ মোদি সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর তোয়াক্কা করছে না, সরাসরি তোপ দাগেন কাকলি ঘোষ দস্তিদার৷ মণিপুরের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য এক বছরের বেশি সময় ধরে জ্বলছে, তারপরেও মোদি সরকার কেন কোনও ব্যবস্থা নেয়নি? প্রশ্ন তোলেন তিনি৷ তৃণমূল সাংসদের তোপের মুখে পড়ে হতচকিত হয়ে যান সরকারি আমলারা৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্বরাষ্ট্রসচিব আশ্বাস দেন কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে৷