দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
সিঙ্গুর ভাঙর ডাকে
এই মাভৈ মাভৈ বলে
এই চাষিভাইরা চলে
এই মা বোনেরা শিশু নিয়ে
খেতের পানে যায়।
আয় রে আয় পায়েল ছুটে আয়
রুমকি ঝুমকি ডাকে
চম্পা ছুটে আয়,
রাম রহিমরা ডাকে
সবাই ছুটে আয়।
সিঙ্গুর ভাঙর ডাকে
সবাই ছুটে আয়
আয় রে আয় আয় রে আয়
আয় রে আয় আয় রে আয়।
এ মাটি তোমার আমার
এই সিঙ্গুর হলো সোনার
খেতমজুরদের রক্তে গড়া
সবুজ সীমানায়।
আয় রে আয় পায়েল ছুটে আয়
রুমকি ঝুমকি ডাকে
চম্পা ছুটে আয়,
রাম রহিমরা ডাকে
সবাই ছুটে আয়।
সিঙ্গুর ভাঙর ডাকে
সবাই ছুটে আয়।
আয় রে আয়রে রে আয়।
এ জমি তোমার আমার
এই স্বপ্নের দিন বোনার
স্বপ্নে রাঙা সূর্য আসুক
শস্য আঙিনায়।
আয়রে আয় পায়েল ছুটে আয়
রুমকি ঝুমকি ডাকে
চম্পা ছুটে আয়,
রাম রহিমরা ডাকে
সবাই ছুটে আয়।
সিঙ্গুর ভাঙর ডাকে
সবাই ছুটে আয়
আয় রে আয় আয় রে আয়।

Latest article