ফের ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেন পণ্যবাহী ট্রেনে (Goods train derails) লাগাতার দুর্ঘটনা ঘটে চলেছে। এবারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হায়দরাবাদে। বেলাইন হয়ে গিয়েছে মালবাহী ট্রেনের একাধিক কামরা। প্রায় প্রতিদিন ট্রেন দুর্ঘনার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের।
আরও পড়ুন-প্রশাসক বিচারক হতে পারেন না! ‘বুলডোজার জাস্টিস’ নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বুধবার ভোরে হায়দরাবাদের পেড্ডাপল্লীতে পন্যবাহী ট্রেনের ১১টি কামরা বেলাইন (Goods train derails) হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক। জানা গিয়েছে,মালগাড়িটি তখন রাঘবপুরম থেকে রামাগুনদমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল। ভোগান্তি যাত্রীদের। বাতিল করা হয় প্রায় ২০টি ট্রেন। আংশিকভাবে বাতিল করা হয় ৪টি ট্রেন। এছাড়া ১০টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে,দক্ষিণ-মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরও ২টি ট্রেনকে অন্য দিনের জন্য শিডিউল করা হয়েছে। মালবাহ ট্রেনের কামরাগুলিকে লাইনে ফেরানোর কাজ এখনও চলছে।