প্রতিবেদন: মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন বিক্ষুদ্ধ এনসিপি গোষ্ঠীর নেতা অজিত পাওয়ার৷ আসল এনসিপি কারা ? কাকা শরদ পাওয়ার না কি তারই ভাইপো অজিত? এই বিষয় নিয়ে তৈরি বিবাদের জেরে দেশের শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে ভোটের প্রচারে এনসিপি সুপ্রিমো কাকা শরদ পাওয়ারের ছবি ব্যবহার করতে পারবেন না তাঁর বিক্ষুদ্ধ ভাইপো অজিত পাওয়ার৷ অত্যন্ত কড়া ভাষায় বিক্ষুদ্ধ এনসিপি গোষ্ঠীর নেতা অজিত পাওয়ারের সমালোচনা করার পরে এদিন অজিত গোষ্ঠীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, নিজের পায়ে দাঁড়ান৷ কাকার নাম ভাঙানো বন্ধ করুন৷
আরও পড়ুন-ন্যায্যমূল্যের ওষুধের দোকানে ছাড় বেড়ে হল ৮৫ শতাংশ
উল্লেখ্য, এদিনের শুনানিতে শরদ পাওয়ার গোষ্ঠীর তরফে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের সামনে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভির অভিযোগ, অজিত পাওয়ার গোষ্ঠী বারবারই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের নাম ভাঙাচ্ছে৷ ভোট প্রচারে নেমে তাঁরা দাবি করছে, কাকা-ভাইপোর দল আসলে একটাই৷ বিভ্রান্ত করছে জনগণকে।