তিন মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে বৈঠকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ

সমস্ত স্তরের প্রতিনিধিরা ছিলেন। ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরাও। কোথায় কী সমস্যা রয়েছে সেগুলি শোনা হয়েছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : বুধবার বর্ধমান হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলাশাসকের সঙ্গে বিশেষ বৈঠক ও বৈঠক শেষে বর্ধমান মেডিক্যাল (Burdwan Medical) পরিদর্শনে করেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। বৈঠকে বর্ধমান, রামপুরহাট ও আরামবাগ মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ পর্যালোচনা করা হয়। স্টেট সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা এদিন জেলাশাসক, প্রশাসনিক আধিকারিক, তিন মেডিক্যাল কলেজের আধিকারিক-সহ জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠক করেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মানের উপস্থিতিতেই অগ্নিগর্ভ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে বর্ধমান মেডিক্যাল পরিদর্শনে যান সুরজিৎবাবু। তিনি জরুরি বিভাগ-সহ হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। সেখান থেকে তাঁরা মহিলা হোস্টেল এবং মেডিক্যাল কলেজেও যান। হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। জুনিয়র ডাক্তাররা জানান, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুরজিৎবাবু জানান, স্টেট সিকিউরিটি অডিট করছে। তিনটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ নিয়ে মিটিং হয়েছে। সমস্ত স্তরের প্রতিনিধিরা ছিলেন। ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরাও। কোথায় কী সমস্যা রয়েছে সেগুলি শোনা হয়েছে। জুনিয়র ডাক্তাররা তাঁদের কথা জানিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা ছাড়াও জেলাশাসক আয়েষা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যরা।

Latest article