অভিষেকের সাহায্যে মায়ের শ্রাদ্ধ, আপ্লুত পুরো পরিবার

অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ ১০ হাজার টাকা মাতৃহারা অলোকের হাতে তুলে দেন বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম।

Must read

আর্থিক অনটনে মায়ের শেষ কাজ করবেন কীভাবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার পেটারি গ্রামের পুরোহিত অলোক আচার্য। অবশেষে ত্রাতা হিসেবে পাশে দাঁড়ালেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও ক্যানসার-আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য, হাসপাতালে ওটি তৈরির খরচের পরে এবার দরিদ্র পুরোহিতের পাশে দাঁড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’-এ আবেদন করেন অলোক আচার্য। সেই আবেদন পাওয়ামাত্রই স্থানীয় তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-বাণিজ্য মেলায় নজরে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় ওই পুরোহিতের পরিবার। এদিন ‘এক ডাকে অভিষেক’-এর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়— এক ডাকে অভিষেক যত্ন ও সহায়তা প্রদান অব্যাহত রেখেছে! আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের বাসিন্দা অলোক আচার্যকে স্থানীয় নেতা মাহে আলমের মাধ্যমে ১০০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাঁকে তাঁর মায়ের শেষকৃত্যের সহায়তা করতে এই টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-আর জি করে সার্জারি বিল্ডিংয়ের ৩ নম্বর ওটির ফলস সিলিং ভেঙে বিপত্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বড়ঞার পেটারি গ্রামের পুরোহিত অলোক আচার্যের মা। ৮ দিন আগে তাঁর মৃত্যু হয়। পুজো করে কোনওমতে সংসার চালানো অলোকের সামর্থ নেই মায়ের শ্রাদ্ধের খরচ জোগানোর। এই পরিস্থিতিতে ‘এক ডাকে অভিষেকে’র নম্বরে ফোন করেন দরিদ্র পুরোহিত। যথারীতি অন্যদের মতো তাঁকেও খালি হাতে ফেরাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শ্রাদ্ধের দুদিন আগেই আচার্য বাড়িতে উপস্থিত হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ ১০ হাজার টাকা মাতৃহারা অলোকের হাতে তুলে দেন বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম।

Latest article