প্রতিবেদন: অবাক কাণ্ড! বাঁচোখে দেখতে সমস্যা হচ্ছিল, অপারেশন করা হল ডানচোখে। পরিণতিতে এখন চোখে প্রায় কিছুই দেখতে পাচ্ছে না ৭ বছরের একটি বালক। ভুলভাল অস্ত্রোপচারের এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যে (Uttar Pradesh)। গ্রেটার নয়দায় একটি হাসপাতালে শুধুমাত্র চিকিৎসকের ভুলে দৃষ্টিশক্তি হারাতে চলেছে এই শিশু। অথচ খুব কষ্ট করেই অপারেশনের জন্য ৪৫,০০০টাকা জোগাড় করেছিলেন তার বাবা-মা। এই ভয়াবহ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ছেলেটির প্রিয়জনেরা। তাঁদের অভিযোগ, যোগীপ্রশাসনের অপদার্থতার ফলেই রাজ্যে চিকিৎসা-ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বাবা-মা। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশেও। ব্যাপক বিক্ষোভ হয় হাসপাতালেও।
আরও পড়ুন: মোদিরাজ্যে হাসপাতালে অভিনব ঠগবাজির শিকার গ্রামের অজ্ঞমানুষ
জানা গিয়েছে, স্কুলে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে অসুবিধা হচ্ছিল ছেলেটির। চিকিৎসকরা জানান, বাঁচোখে অপারেশন করতে হবে। কিন্তু ওটি থেকে বেরিয়ে আসার পরে বাবা-মা লক্ষ্য করেন, ব্যাণ্ডেজ বাঁধা রয়েছে ডানচোখে। অবাক হয়ে যান তাঁরা। চিকিৎসকদের কাছে কারণ জানতে চাইলে তাঁরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত প্রশাসন কোনও ব্যবস্থাই নেয়নি কারও বিরুদ্ধে। না হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, না চিকিৎসকের বিরুদ্ধে।