বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : আবারও নজির গড়ল উন্নয়নের সরকার (West Bengal Government)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত ধরে দুর্গম পাহাড়ে পৌঁছে গেল স্বাস্থ্য পরিষেবা। শিক্ষা ও স্বাস্থ্যে বরাবরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সিনচুলা পাহাড়ের প্রায় ২৮০০ ফুট উপরে অবস্থিত আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনির বক্সায় হল কমিউনিটি হেল্থ ইউনিট (Health Center)। আপাতত তিন শয্যা বিশিষ্ট হেল্থ ইউনিট শুরু হল। পরে তৈরি হবে আধুনিক পরিষেবা সম্পন্ন স্বাস্থ্যকেন্দ্র (Health Center)।
আরও পড়ুন-Bappaditya Dasgupta: বাপ্পাদিত্য দাশগুপ্তর সমর্থনে দেওয়াল লিখনে পার্থ চট্টোপাধ্যায়
ইতিমধ্যেই ১৬ লক্ষ টাকা অনুমোদনও হয়ে গিয়েছে। শনিবার এই স্বাস্থ্যকেন্দ্রের (Health Center) উদ্বোধন করেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা (Surendra Kumar Meena)। ছিলেন, বিডিও প্রশান্ত বর্মন, স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুভাষকুমার কর্মকার (Subhas Sarkar Karmakar)। গ্রামে কোনও বাসিন্দা অসুস্থ হলে পরিবারের লোকেদের চিন্তায় ঘুম উড়ত। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছাতে রীতিমতো বেগ পেত হত। বাঁশের মাচা বানিয়ে, কাঁধে করে, কঠিন পাকদণ্ডী বেয়ে, সমতলে নামাতে হত রোগীকে। তারপর ৪০ কিলোমিটার দূরে গ্রামীণ বা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হত রোগীকে। কঠিন পথ পেরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন অনেকে। রাতবিরেতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দিনের আলো ফোটা অবধি অপেক্ষা করতে হত। বাম আমলে বঞ্চিত বক্সা পাহাড়ে প্রথম উন্নয়নের আলো পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বক্সার (Buxa) পরিকাঠামোগত উন্নয়নে ২০১১ সাল থেকে নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বক্সাতে মিটেছে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা।