নিজেদের সন্তানদের সুরক্ষিত রেখে আমজনতাকে ধর্ম নিয়ে তাতাচ্ছেন! বিজেপি নেতাদের কড়া কটাক্ষ কানহাইয়ার

Must read

প্রতিবেদন: ধর্ম রক্ষার লড়াইয়ের কথা বলে আমজনতার আবেগকে উসকে দিচ্ছেন বিজেপি নেতারা। কিন্তু এই কাজে তাঁরা নিজেদের সন্তানদের নামাচ্ছেন না কেন? মহারাষ্ট্র ভোটের প্রচারে বিজেপিকে প্রশ্ন কংগ্রেসের কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar)।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে এখন ‍‘ধর্মযুদ্ধ’ বলে দাবি করছেন বিজেপি নেতারা৷ গেরুয়া শিবিরের এই দাবি সামনে রেখে তাঁদের তুলোধোনা করেছেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার৷ মহারাষ্ট্রের নাগপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা করে জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) প্রশ্ন, যদি এই বিধানসভা ভোট ধর্মযুদ্ধ হয়, তাহলে বিজেপি নেতাদের সন্তান-সন্ততিরা এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করছেন না কেন? কেন তাঁরা বিদেশের বিভিন্ন প্রান্তে পড়াশুনো ও নিজেদের কেরিয়ার তৈরিতে ব্যস্ত? এর পরেই সরাসরি রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে নিশানা করে কানহাইয়া প্রশ্ন করেন, উপমুখ্যমন্ত্রীর স্ত্রী যখন ইনস্টাগ্রামে রিল তৈরিতে ব্যস্ত, তখন ধর্ম বাঁচানোর দায় কি শুধু আমজনতার? ঘটনাচক্রে দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমরুতা ফড়নবিশ একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এবং ব্যাঙ্কার। সোশাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়৷ প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে রিল বানান অমরুতা৷ এই ঘটনাকে হাতিয়ার করেই সরাসরি বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা৷ শুধু তাই নয়, এরপরেই কানহাইয়া কুমারের তোপের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ৷ কানহাইয়ার প্রশ্ন, অমিত শাহর ছেলে জয়ও কি ধর্ম বাঁচানোর যুদ্ধে নামবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আইপিএল-এর টিম গড়া ছেড়ে দিয়ে? ওঁরা স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন ক্রিকেটার তৈরি করার৷ আর আমরা এদিকে মোবাইল গেম খেলে খেলে জুয়াড়ি তৈরি হচ্ছি!

আরও পড়ুন- রাজধানীর বাণিজ্যমেলায় নজরকাড়া বাংলার প্যাভিলিয়ন

Latest article