প্রতিবেদন: অশান্তি প্রতিরোধে ব্যর্থ হয়ে এবার কেন্দ্র এবং মণিপুরের গেরুয়া সরকার আবার আশ্রয় নিল আফস্পা মণিপুরে (Manipur Violence) আবার ৬টি থানা এলাকায় নতুন করে জারি করা হল আফস্পা বা আর্মস ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট। এই ৬টি থানা এলাকার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জিরিবাম। যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ১১ ১১ কুকি জঙ্গির। এছাড়া উদ্ধার করা হয়েছে দুই অগ্নিদগ্ধ প্রৌঢ়ের দেহও। এই জিরিবাম এলাকা থেকেই মেইতি সম্প্রদায়ের ৩ মহিলা ও ৩ শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। বন্ধ এবং কার্ফুতে স্তব্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক জনজীবন। এই পরিস্থিতিতেই আবার নতুন করে জারি করা হল আস্ফা। জিরিবাম-সহ যে ৬টি নতুন অঞ্চল ওর আওতায় আসছে সেগুলি হল ইম্ফল পশ্চিমের সেগমাই এবং লামসাং, ইম্ফল পূর্বের লামলাই এছাড়া লেইমাখং এবং বিষ্ণুপুরের মৈরাং। এর আগে ১৯ থানা এলাকায় আফস্পা জারি করা হলেও পরিস্থিতি উন্নতি ঘটায় তা প্রত্যাহার করা হয়।
এদিকে গত ৭ নভেম্বর জিরিবাম জেলায় জাইরং গ্রামে স্বামীর সামনেই ঘর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যে মহিলাকে তাঁর দেহের ময়নাতদন্তের রিপোর্ট শিউরে ওঠার মতো ৩ সন্তানের মা এই মহিলার সারা শরীরে ৮টি গভীর ক্ষতচিহ্ন। শরীরের একাধিক হাড় ভাঙা গুড়িয়ে গেছে মাথার খুলির অনেকটাই। শিলচরে তার দেহ পাঠানো হয়েছিল ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন- হাসিনার আনা সংশোধনী খারিজ ইউনুসের, আর ধর্মনিরপেক্ষ থাকতে চায় না বদলের বাংলাদেশ