সংবাদদাতা, বাঁকুড়া : আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্পের কর্মীদের ভয় দেখানোর অভিযোগে জামিন অযোগ্য ধারায় বমাল গ্রেফতার হলেন বিজেপির যুবমোর্চা নেতা সাহেব রায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে শালতোড়ার পাবড়া মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান সাহেব। সেই সময় হঠাৎই কোমরের পিছন থেকে আগ্নেয়াস্ত্র বের করে পাম্পের কর্মীদের ভয় দেখান শালতোড়া থানার পাবড়া গ্রামের ওই যুবনেতা। আগ্নেয়াস্ত্র দেখামাত্র হইচই পড়ে যায় পেট্রোল পাম্পে। বেগতিক বুঝে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন বিজেপির যুবমোর্চার নেতা সাহেব রায়। খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্ত সাহেব রায়কে বমাল গ্রেফতার করে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং তা দিয়ে ভয় দেখানোর অপরাধে অস্ত্র আইনে জামিন অযোগ্য ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির যুবমোর্চা নেতার গ্রেফতারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ধৃতকে শনিবার বাঁকুড়া আদালতে তোলা হয়।